মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষণ কমিটি | mssangsad.com
  • Image
  • Image
  • Image
  • Image
  • Image

৭ বীর শ্রেষ্ঠ

বীর মুক্তিযোদ্ধার বাড়ি দখল করে জাতীয় হকার্স লীগের ব্যানারে অসামাজিক কার্যকলাপ ও মাদকসহ বিভিন্ন অবৈধ ব্যবসা || মুক্তিযুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এর অবদান || ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মামলায় যাচ্ছে মন্ত্রণালয় || পৃথিবীর ইতিহাসে বঙ্গবন্ধুই একমাত্র নেতা যার জন্ম না হলে একটি রাষ্ট্রের জন্ম হতো না || বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন || অঙ্গীকার ছিল একতার পরিবেশ সৃষ্টি করা ||

রাজনৈতিক আগ্রাসনে ভুলন্ঠিত মুক্তিযুদ্ধের চেতনার মুক্তির লক্ষ্যে আমাদের এই প্রয়াস

মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা এক সুত্রে গাঁথা। মুক্তিযুদ্ধের সকল কিছু সরকারীভাবে সংরক্ষণ করা হচ্ছে অথচ যারা  সশস্ত্র  গেরীলা যুদ্ধ করলেন সেই সব অকুতভয়ী বীরদের বীরত্বগাথা ইতিহাস সংরক্ষণের কোন সরকারী উদ্যোগ নেই। যে সব বীরত্বগাথা ইতিহাস দেখে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে পারে, দেশকে মুক্তিযোদ্ধাদের মত করে ভালোবাসতে পারে। আজ যাদের ত্যাগের বিনিময়ে এই দেশের জন্ম হয়েছে ও সংবিধান এসেছে সেই "মুক্তিযোদ্ধা" শব্দটি দেশের সংবিধানে উল্লেখিত নাই। স্বাধীনতার এতো বছর পরেও মুক্তিযোদ্ধা যাচাই বাচাই  আজ কঠিন প্রশ্নবিদ্ধ। আমরা বিশ্বাস করি যিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছেন তার অবশ্যই একটা ত্যাগময় বীরগাথা ইতিহাস আছে, থাকতে হবে নতুবা তিনি মুক্তিযোদ্ধা কিভাবে হন? মুক্তিযোদ্ধারা আজ হারিয়ে যাচ্ছে, সকলেই জীবনের শেষ ধাপে। আশঙ্কা এক দশক পরে হয়ত আর কোন মুক্তিযোদ্ধাকে জীবিত খুজেঁ পাওয়া যাবে না , গেলেও তারা থাকবেন স্থবির। যারা আমাদের একটা স্বাধীন স্বার্বভৌম দেশ, একটি জাতীয় পতাকা দিলেন তাদের যুদ্ধ কালীন এবং চতুর্মুখী বীরত্বগাথা ইতিহাস সংরক্ষণ করাই প্রথম ও প্রধান কাজ আমাদের প্রজন্মের , তানা হলে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় কি দিয়ে উদ্বুদ্ধ হবে ও দেশ প্রেমের আদর্শ খুজেঁ পাবে ? যাদের বীরত্বগাথা ইতিহাস নেই তারাই ভুয়া আর এরা জাতির শত্রু ও দেশের সম্পদ বিনষ্টকারী।

 

নতুন প্রজন্মের শিক্ষার উদ্দেশ্য যেন না হয় শুধুই অর্থ উপার্জন

নতুন প্রজন্মকে দুর্নীতিমুক্ত দেশ প্রেমিক হিসেবে গড়ে তুলতে হলে তাদেরকে শিক্ষা দিতে হবে ত্যাগ আর আদর্শের বীরত্বগাথা ইতিহাস, আর জাতির সর্বশ্রেষ্ঠ ত্যাগ ও আদর্শ খুঁজে পাওয়া যাবে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের  ত্যাগময় বীরত্বগাথা ইতিহাসের মাঝে। তাই আমাদের উচিত  বাংলার  সূর্য সৈনিক একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথার ইতিহাস সংরক্ষণ এবং তা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা। যাতে নতুন প্রজন্ম তাদের আদর্শ আর আত্মত্যাগের ইতিহাসে উদ্বুদ্ধ হয়ে নিজেদেরকে আদর্শবান, দুর্নীতিমুক্ত দেশ প্রেমিক হিসেবে গড়ে তুলতে পারে।

“মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষণ কমিটি বাংলাদেশ” স্ব উদ্যোগে মুক্তিযোদ্ধাদের ব্যাক্তিগত যুদ্ধের বীরত্বগাথা ইতিহাস সংরক্ষণ, প্রত্যক্ষদর্শীর যুদ্ধের বর্ণনা ও মুক্তিযোদ্ধাদের জীবন চিত্র বর্তমান ও আগামী প্রজন্মের কাছে তুলে ধরে তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ওয়েবসাইট (www.mssangsad.com) ও বই (মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা ইতিহাস পর্ব – ১,২,৩,৪,৫,৬,৭,৮…) আকারে প্রকাশ করে বিভিন্ন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধেরে চেতনায় উদ্বুদ্ধ করণ উপকরণ হিসেবে বিনামূল্যে প্রদান এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে। এযাবৎ  ৪০০০ এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ  করেছি এবং তাদের মাঝে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছি। 

তাই আমাদের এই মহৎ দেশ প্রেম মূলক কর্মকাণ্ড টি সুন্দরভাবে পরিচালনার জন্য সরকার ও স্বাধীনতার স্বপক্ষের সকল ব্যক্তিবর্গের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি।

 

 

Facebook 


ধন্যবাদান্তে

image
মোঃ মাসুদুল করিম অরিয়ন
সভাপতি ও উদ্যোক্তা