“মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষণ কমিটি” এর লক্ষ্য ও উদ্দেশ্য
- ইহা একটি স্বেচ্ছাসেবী মুক্তিযোদ্ধা , মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযোদ্ধার স্বপক্ষে ব্যক্তিবর্গের সংগঠন।
- মুক্তিযোদ্ধাদের বীরত্ব পূর্ন যুদ্ধের ইতিহাস ও আত্মত্যাগ এর কাহিনী সংরক্ষণ ও প্রচার।
- মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণের মাধ্যেমে ভূয়াদের সনাক্ত করা।
- মুক্তিযোদ্ধাদের সন্তান ও পরিবারের সদস্যদের সামাজিক পরিচিতি দান।
- বর্তমান ও পরবর্তী প্রজন্মের ভিতরে মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের অবদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
- মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সুন্দর কাঙ্খিত স্বদেশ গড়ে তোলা।
- মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও তাদের পরিবারের সদস্যদের সামাজিক সুবিধা প্রদান।
- মুক্তিযোদ্ধাদের ব্যাক্তিগত অবদান, যুদ্ধকালীন কর্ম কান্ড সহ ব্যক্তিগত ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ করে বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়া এবং মুক্তযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করা।
- মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীদের সৃতি ও অবদান সংরক্ষণ ও প্রচারের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করা।
- বিভিন্ন কর্মমূখী প্রশিক্ষণের মাধ্যমে মুক্তিযোদ্ধার সন্তানদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা।
- মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ও দেশদ্রোহী কর্মকান্ডে বাধা প্রদান বা প্রতিবাদ করা।
- দেশ ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা সহ বিভিন্ন প্রকার উৎশৃঙ্খল ও সামাজিক কার্যে লিপ্ত যুবক যুবতী ও জন মন্ডলীকে সু-শৃঙ্খল ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে তাদের পূনর্বাসনের ব্যবস্থা করা।
- ইহা ছাড়া কমিটি/সংগঠন প্রয়োজনে যে কোন উন্নয়ন মূলক, সমাজ সেবা মূলক ও মুক্তিযোদ্ধা পরিবারের ও দেশ উন্নয়ন মূলক যে কোন কর্মকান্ড পরিচালনা ও অংশগ্রহণ করবে।