বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন
বিশ্বের গণতান্ত্রিক দেশে যুগে যুগে নিপিড়িত বঞ্চিত ও অত্যাচারে নিষ্পেষিত মানুষের অধিকার আদায়ের যে সকল আন্দোলন ও সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বিজয় বিজয় অর্জন অর্জন হয়েছে, বাংলাদেশের আবির্ভাব তার মধ্যে অন্যতম। পাক দখলদারদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ বিজয় অর্জন করেছে। পরবর্তী প্রজন্মের কাছে তাদের পূর্বপুরুষদের পাক দখলদারদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণকারী, বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ আর বীরত্বগাথা ইতিহাস তুলে ধরে, তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে ত্যাগী দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার প্রয়াশ নিয়েছেন, মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষণ কমিটি বাংলাদেশ-এর উদ্যোক্তা ও সভাপতি মো. মাসুদুল করিম অরিয়ন, আমি তাঁর পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নিকট আবেদন করছি, মো, মাসুদুল করিম অরিয়নের ত্যাগ, শ্রম এবং প্রয়াশের মূল্যায়ন করে তাঁর উদ্দেশ্য পূরণের সুযোগ করে দিয়ে মূলতঃ বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সচেষ্ঠ হবেন এটাই আমার আশা।