স্বাধীনতার আগাছা

ঘাস কাটার নিড়ানি দিয়ে ক্ষেতের দুব্বা ঘাস আর আগাছা নিড়িয়ে যাচ্ছে আমজাদ একমনে। একটু তাড়াও আছে। রৌদ্রের তাপ একটু প্রখর হলে। কাজ করা কষ্ট দায়ক হয়। তাই, ফজরের নামাজ পড়ে কালো আঁধারের বুকে। সকালের স্নিগ্ধতা এসে যখন শান্তির সুবাতাস ছড়ায়। তখনই গরু আর লাঙ্গল কাঁধে নিয়ে। ক্ষেতের পানে ছুটেছিল মাটির আর ঘাসের সনে খেলা করতে। কি যে নেশা এই খেলায়! তা শুধু আমজাদের মতো কৃষকরাই অনুভব করে। ধানের চারা অংকুরিত হওয়ার পর হতে শুরু হয়। এই খেলার মাদকতা।

শুভ জন্মদিন হে বীর

মিঠামাইন কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান ৭০ তম জন্ম দিনের শুভেচ্ছা জানিয়েছের মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষণ কমিটি বাংলাদেশ এর সভাপতি ও উদ্যোক্তা জনাব মাসুদুল করিম অরিয়ন।