সন্ত্রাসীদেরকে অস্ত্র ভাড়া দেওয়ার অভিযোগ শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে

অস্ত্র হাতে শ্রমিক লীগ নেতা আমান উল্লাহ আমানের চাচাতো ভাইয়ের তিন ছেলে

নরসিংদীর রায়পুরার চরমধুয়া ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি আমান উল্লাহ আমান স্থানীয় থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, বিষ্ফোরক, ভাঙচুর-অগ্নিসংযোগ, হামলা ও ডাকাতির অভিযোগে অন্তত ১২টি মামলা আছে। সেই সঙ্গে অবৈধ অস্ত্র তৈরি এবং সন্ত্রাসীদেরকে অস্ত্র ভাড়া দেওয়ার অভিযোগও আছে। এলাকায় আধিপত্য বিস্তারে ব্যবহার করা হয় এসব অস্ত্র। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ফোন কলরেকর্ড থেকে সংঘর্ষ, মারামারি বা বিশৃঙ্খলায় তার অস্ত্র সরবরাহ বা ভাড়া দেওয়ার কথা জানা গেছে। একই তথ্য উঠে এসেছে আদালতে দেওয়া আসামির জবানবন্দি, স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং পুলিশের বক্তব্য থেকে। গুলিবিদ্ধ হয়ে নিহত সাবেক এক ইউপি সদস্যের পরিবার সংঘর্ষে শ্রমিক লীগ নেতা আমানের অস্ত্র ব্যবহারের অভিযোগ করেছেন। ছবি ও কলরেকর্ড আমানের অস্ত্র সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ছবি ও চার মিনিট ১৩ সেকেন্ডের একটি কলরেকর্ড সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে মহসিন, রাশেদ ও উজ্জ্বল নামে তিনজনকে দেখা গেছে, যারা আমানের চাচাতো ভাইয়ের ছেলে এবং তার অপকর্মের সহযোগী হিসেবে এলাকায় পরিচিত। আমানের মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের দায়িত্বেও আছেন উজ্জ্বল।