মুক্তিযোদ্ধার অঙ্গীকার
মুক্তিযোদ্ধার অঙ্গীকারঃ
অখণ্ড নিরবতা ভেঙে রাইফেলের একটি বুলেট আমার ঘুমিয়ে থাকা চেতনার দরজায় হানা দেয় নিরিহ কিশোরের মরদেহ জেবা ক্রসিংএ ধরাশায়ী এ কোন স্বাধীনতা লাভের উল্লাস করি আমরা স্বাধীকার অর্জনের মাসেই অধিকার হারায় আমাদেরই বংশধর, যার হাতে সাহসী পতাকা তাকেই পিষ্ট করি অসভ্য ঘাতকের নির্মম চাকায় এ কোন গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আন্দোলন যেখানে স্বয়ং হত্যাকারীই বনে যায় বিচারপতি আর আইন রক্ষাকারী নিমজ্জিত ঘুষের টাকায়। এখনো কি কোথাও খুঁজে পাবো মরচে ধরা বুলেট একাত্তরে যা ব্যবহার করেছি অহরহ শত্রু নিধনে আজও তাদের দেখি নিরাপদ সড়কের ভ্রাম্যমাণ যুদ্ধাস্ত্র গুলি কি একেবারেই অকেজো হয়ে গেছে আমাদেরই মতো বয়সের ভারে ন্যুব্জ অচল যেন আর মাত্র একদিনের জন্য ফিরে যাওয়া যায় কি তপ্ত যৌবনের অগ্নি ঝরানো কর্মসূচি বাস্তবায়নে একেবারেই কি অসম্ভব আমাদের দিয়ে পুনর্বার? এ আমার হতাশার দীর্ঘশ্বাস নয় কোনো কারনেই নয় অক্ষম আক্রোশে ফেটে পরা অচল প্রতিবাদ স্বদেশের মাটিতে একাত্তুরের প্রেতাত্মাকে নির্মুলের এটাই মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তিযোদ্ধার অঙ্গীকার।