স্বপ্ন

আবিদুল্লাহ

ছোট ছোট গল্প, বড় বড় স্বপ্ন

কিন্তু সময় যে অল্প

চায়না মন যেতে মোহের দুনিয়া

ছেড়ে তবুও যেতে হয় সব ছেড়ে!

অল্প কিছু পাওয়ার আর

অনেক কিছু না পাওয়া থেকে

যায় মোদের সঙ্গে!

বিধাতার নির্মম সত্য মেনে নিতে

হয় কষ্ট বোঝানো যায় না

কাউকে!

কষ্টের কাতরতা বুঝতে বুঝতে

সময় যে ফুরিয়ে আসে

জীবনের!

তবুও বাঁচতে চাই আমরা

যদিও বাঁচতে দেয় না এ

স্বার্থপর দুনিয়া!