হৃদয়ে রক্তক্ষরণ

×
বীর মুক্তিযোদ্ধা স্থাপতি নুরুল করিম দিলু
প্রতিটি পরতে পরতে জমেছে জঞ্জাল
সাম্যাবস্থার অতি সূক্ষ্ম রেখা টানা দায়
সামাজিক অবক্ষয়ের মাঝেও একটু আশা
এদেশ আমার নির্ভেজাল ভালবাসা, স্বাধীন মাতৃভূমি!
অনৈতিক অর্থে নির্মিত প্রাসাদের পাশে অশোভন বস্তি
রেঁস্তোরায় ভরাপেট আর বাইরে অভুক্ত মানুষের ভীড়
সুপারশপে উপচানো ট্রলি ঠেলে ক্লান্ত মেদবহুল গৃহিণী
টিসিবির পন্য কিনতে প্রানান্ত কৃশকায় দরিদ্রের মিছিল!
এই চিত্র শুধু আজকের নয়, অপরিবর্তিত বহুকাল
এটাই অভাগা দেশের অধিকাংশ সময়ের ছবি
বাগাড়ম্বর আর বিশেষজ্ঞদের মতামত নিয়মিত চলে
নীরবে অভুক্ত থাকে অজানা অনেক মানুষ অনাদিকাল!