কোল্লাপাথরের টিলায় ৫০ মুক্তিযোদ্ধার সমাধিস্থল

কোল্লাপাথর শহীদ সমাধিস্থল

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় একটি ছোট টিলার উপরে অবস্থিত। কসবা বাংলাদেশের একটি সীমান্তবর্তী উপজেলা যা মুক্তিযুদ্ধের সময় ২ নম্বর সেক্টরের আওতায় ছিল এবং এর পাশের ভারতের আগরতলা, যেখানে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করা হয়েছিল। প্রশিক্ষণ ক্যাম্প থাকার কারণে এ অঞ্চলটি পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম লক্ষ্যে পরিণত হয়েছিল।

বায়েক ইউনিয়নের লাল মাটির টিলা ঘেরা গ্রাম কোল্লাপাথর। গ্রামটির বিশেষত্ব উত্তর-দক্ষিণ-পশ্চিম দিকে ভারতের আগরতলা। মুক্তিযুদ্ধের সময় কুমিল্লা-আখাউড়া, ভৈরব এবং ঢাকা শহর, ফরিদপুর ও নোয়াখালী জেলার অংশবিশেষ ছিল ২ নম্বর সেক্টরের অধীনে। মেজর খালেদ মোশারফ (এপ্রিল থেকে সেপ্টেম্বর) ও মেজর এ এম এন নূরুজ্জামান (সেপ্টেম্বর -ডিসেম্বর) ছিলেন দায়িত্বপ্রাপ্ত কমান্ডার। ২ নম্বর সেক্টরটি আবার ছয়টি সাব-সেক্টরে বিভক্ত ছিল। এর মধ্যে তিনটি ছিল ব্রাহ্মণবাড়িয়ায়। এই তিনটির একটির অন্তর্গত ছিল কোল্লাপাথর। যুদ্ধের সময় মুক্তাঞ্চল হওয়ায় মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের অন্যতম আশ্রয়স্থল ছিল কোল্লাপাথর।

কোল্লাপাথরে সমাহিত শহীদরা হলেন—সিলেটের হাবিলদার তৈয়ব আলী, ঠাকুরগাঁওয়ের সৈনিক দর্শন আলী, আর কে মিশন রোড ঢাকার মো. জাকির হোসেন, ব্রাক্ষ্মণবাড়িয়ার মো. আবদুল জব্বার (মুক্তিযোদ্ধা হিসেবে এখনো স্বীকৃতি পাননি), বগুড়ার ল্যান্স নায়েক আবদুস সাত্তার (বীর বিক্রম), কুমিল্লার সিপাহী আক্কাছ আলী, ব্রাক্ষ্মণবাড়িয়ার মো. ফকরুল আলম, ব্রাক্ষ্মণবাড়িয়ার মো. ফারুক আহম্মদ, ব্রাক্ষ্মণবাড়িয়ার মোজাহিদ নুরু মিয়া, ময়মনসিংহের নায়েক মোজাম্মেল হক, নোয়াখালীর নায়েক সুবেদার মো. আবদুল সালাম (বীর বিক্রম), ব্রাহ্মণবাড়িয়ার মো. নোয়াব আলী, ফরিদপুরের সিপাহী মুসলীম মৃধা, শরিয়তপুরের প্রকৌশলী নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার মো. আবদুল অদুদ, কুমিল্লার সিপাহী জসিম উদ্দীন, কুমিল্লার মো. আবদুল কাসেম (ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী), কুমিল্লার মো. মোশারফ হোসেন, কুমিল্লার নায়েক সুবেদার মইনুল হোসেন (বীর উত্তম), চাঁদপুরের সিপাহী মো. নুরুল হক, ব্রাক্ষ্মণবাড়িয়ার মো. আবদুল কাইয়ুম, কুমিল্লার সিপাহী হুমায়ুন কবির, ব্রাক্ষ্মণবাড়িয়ার ল্যান্স নায়েক মো. আ. খালেক, কুমিল্লার ল্যান্স নায়েক আজিজুর রহমান, কুমিল্লার মো. তারু মিয়া, চট্টগ্রামের নায়েক সুবেদার বেলায়েত হোসেন (বীর উত্তম), ব্রাক্ষ্মণবাড়িয়ার মো. রফিকুল ইসলাম ও মো. মোরসেদ মিয়া, কিশোরগঞ্জের শ্রী আশু রঞ্জন দে, ব্রাক্ষ্মণবাড়িয়ার মো. তাজুল ইসলাম, ব্রাক্ষ্মণবাড়িয়ার মো. শওকত, ব্রাক্ষ্মণবাড়িয়ার মো. আবদুস সালাম সরকার, ব্রাক্ষ্মণবাড়িয়ার মো. আমির হোসেন, চাঁদপুরের মো. জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়ার শ্রী পরেশ চন্দ্র মল্লিক, কুমিল্লার মো. জামাল উদ্দিন, ব্রাক্ষ্মণবাড়িয়ার মো. আবদুল আউয়াল, ব্রাহ্মণবাড়িয়ার মো. জাবেদ আহাম্মদ, কুমিল্লার মো. সিরাজুল ইসলাম, কুমিল্লার মো. ফরিদ মিয়া, ব্রাক্ষ্মণবাড়িয়ার মো. মতিউর রহমান, কুমিল্লার মো. সাকিল মিয়া, চাঁদপুরের আনসার ইলাহী বক্স পাটোয়ারী (বীর প্রতীক), ব্রাক্ষ্মণবাড়িয়ার মো. আবদুর রশিদ, সিপাহী শহিদুল হক, সিপাহী আনোয়ার হোসেন, কুমিল্লার সিপাহী মো. আবদুল বারী খন্দকার এবং অজ্ঞাত তিনজন।

প্রত্যেকের কবরের সামনেই তাঁদের নাম-ঠিকানা লেখা আছে। এ ছাড়া সমাধিস্থলে প্রবেশ করতেই চোখে পড়বে শহীদদের নাম-ঠিকানাসংবলিত শ্বেত পাথরের দুটি বড় ফলক। “একাত্তরের স্বাধীনতা যুদ্ধে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা” শিরোনামের ফলকে ৪৭ জন শহীদের নাম। বাকি তিন জন অজ্ঞাত। টিলার উপর সমাধিস্থল সাদামাটা হলেও মমতার স্পর্শ লেগে আছে সর্বত্র। উল্লেখ্য, এখানে সমাধিস্থ নায়েক সুবেদার মইনুল ইসলামের নামেই ঢাকা সেনানিবাস এলাকার অতি পরিচিত মইনুল সড়কটির নামকরণ।

১৯৭২ সালে ব্রাহ্মণবাড়িয়া মহকুমা প্রশাসক ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় স্থানটি সংরক্ষণ করেন। এছাড়াও রেস্ট হাউস, তোরণ এবং পুকুরের পাকা ঘাট নির্মাণ করে সুন্দর একটি পরিবেশ করা হয়।

 

ভিজিট করুন

http://www.mssangsad.com

মুক্তিযোদ্ধাদের প্রোফাইল ও ইতিহাস ভিত্তিক একমাত্র ওয়েবসাইট