স্বপ্নের জগতে বসবাস

নুরুল করিম দিলু

কখনও স্বপ্নকে ফিরে পেতে মন চায়

কখনও স্বপ্নের জগতে বসবাস

কখনও তোমার গায়ের গন্ধটা পাই

আত্মার সাথে নিরবচ্ছিন্ন সহবাস!

তোমার টানাটানা চোখের ইশারা

সূক্ষ্ম রেখার মতো আঁকা ঠোঁটের হাসি

আঁড়চোখে আড়ালে চেয়ে দেখাদেখি

সবকিছু আজও তেমনই ভালোবাসি!

বসন্তের শেষ বেলায় পাতা ঝড়া বৃক্ষ

অশান্ত ঢেউ দেখে বুক কাঁপে দুরন্ত মাঝির

এ যেন অসম্ভব নিরাসক্ত সন্যাসীর ধ্যানভঙ্গ

খামখেয়ালি প্রকৃতির বিচিত্র কারসাজি!

চাহিদা সামান্য তবু পাগলামির ভুত চেপে বসে

তোমার আস্কারা পেয়ে শতগুণ বেড়ে যায় সাধ

কি জানি তোমার কাছে এইসব বাহুল্য কিনা

ভাবো যদি কেন তুমি নিতে যাবে এই অপবাদ!

তাই যদি সত্যি হয় কেন তবে বেঁধে রাখো তারে

বেনামি ঠিকানায় ক্ষুদে বার্তা পাঠাও বারেবারে

ধোঁয়ার আড়ালে অস্পষ্ট উচ্চারণে ডাকাডাকি

মুক্তি দাও অশরীরির নাগপাশ থেকে তারে!

 

 

বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা নুরুল করিম দিলুর বীরত্বগাথা প্রোফাইর দেখুন এই লিংকে

https://mssangsad.com/profile_view/890/66274