৭১ এর এই দিনে | mssangsad.com

৭১ এর এই দিনে

২৫ জানুয়ারী ১৯৭১ এই দিনে

* প্রেসিডেন্টের সাম্প্রতিক ঘোষণা সত্ত্বেও ছাত্রনেতা মাহবুব উল্লাহসহ বহু রাজবন্দী মুক্তি না পাওয়ায় প্রদেশের ১১ জন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও কবি এক যুক্ত বিবৃতিতে গভীর দুঃখ প্রকাশ করেন এবং অবিলম্বে ছাত্রনেতা মাহবুব উল্লাহসহ সকল রাজনৈতিক নেতা, ছাত্র ও শ্রমিক বন্দীর মুক্তি দাবি করেন। বিবৃতিতে স্বাক্ষর দাতারা হলেন, শহীদুল্লাহ কায়সার, আলী আশরাফ, আতাউস সামাদ, হাসান হাফিজুর রহমান, কামাল লোহানী, নির্মল সেন, ফজল শাহাবুদ্দিন, সানাউল্লাহ নূরী, আহমেদ হুমায়ুন, ফকির আশরাফ ও শামসুর রহামন।


* বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ভুট্টোর আসন্ন গুরুত্বপূর্ণ বৈঠকের প্রথম পর্যায়ে পিপলস পার্টির চার সদস্যের একটি দল ঢাকার উদ্দেশ্যে করাচী ত্যাগ করে। দলের মধ্যে রয়েছে কেন্দ্রীয় কমিটির সদস্য মিরাজ মোহাম্মদ খান, ড. মোবাসসির, হানিফ রামে, জহির মোহাম্মদ খান। দলীয় নেতা তারিক আজিজ দলের আনুষ্ঠানিক প্রতিনিধি দলের সাথে থাকবেন।


* বিশ্বব্যাংক প্রকল্পসমূহের প্রধান বার্নার্ড চাদেনেট চারদিনব্যাপী পূর্ব পাকিস্তান সফরের উদ্দেশ্যে ওয়াশিংটন থেকে ঢাকা আগমন করেন। পূর্ব পাকিস্তানে অবস্থানকালে তিনি ঘূর্ণিবার্তা বিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠন কর্মসূচি এবং প্রদেশের বন্যা নিয়ন্ত্রণ কার্যকরী কর্মসূচির পর্যালোচনা করবেন।


* ভুট্টো করাচীতে বলেন যে, সিন্ধুর জনগণের ইচ্ছানুযায়ী ভাষা সমস্যার একটি কার্যকরী ও ন্যায়সঙ্গত সমাধান বের করার উদ্দেশ্যে তার দল শীঘ্রই একটি কমিটি গঠন করার পক্ষপাতি। প্রস্তাবিত কমিটি ভাষাবিদ ও শিক্ষাবিদদের নিয়ে গঠন করা হবে এবং তারা সামগ্রিক ভাষা প্রশ্নটি পর্যালোচনা করে সিন্ধু প্রদেশের জনগণের ইচ্ছানুযায়ী এর সমাধান করবেন। সিন্ধু প্রদেশে উর্দু ও সিন্ধু উভয় ভাষাই যোগ্যস্থান লাভ করবে বলে ভুট্টো জানান। তিনি বলেন, শীঘ্রই একটি গণসরকার গঠিত হতে যাচ্ছে। কাজেই ভাষার এই প্রশ্নটি মিমাংসার দায়িত্ব গণপ্রতিনিধির ওপর ছেড়ে দেওয়া উচিত। ভুট্টো বলেন যে, সরকার গঠন করা আমাদের প্রথম কাজ। কেননা জনগণ এরই ম্যান্ডেট প্রদান করেছে। ভাষা প্রশ্ন নিয়ে বিরোধে অবতীর্ণ না হওয়া এবং নিজেদের কায়েমী স্বার্থবাদীদের দ্বারা বিভ্রান্ত না হতে দেওয়ার জন্য ভুট্টো সিন্ধি ও অসিন্ধিদের প্রতি আবেদন জানান।