৭১ এর এই দিনে | mssangsad.com

৭১ এর এই দিনে

২২ জানুয়ারী ১৯৭১ এই দিনে

* রাওয়ালপিন্ডিতে ‘ইন্টার উইং’ পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধের জন্য ‘পাকিস্তান অবজারভার’ এর প্রতিনিধি সৈয়দ নজিউল্লাহ ও ‘ইন্টার উইং’ পত্রিকার সম্পাদক এ আর দোহার বিরুদ্ধে আনীত মামলার শুনানি শেষ হয়েছে। তাঁরা তাঁদের বিরুদ্ধে অভিযোগ খণ্ডন করে আজ জবাব দান করেন। তাঁরা যুক্তি দাখিল করে বলেন যে, তাঁরা দোষী নন। উক্ত সাপ্তাহিকীর মুদ্রাকরকে প্রেস এন্ড পাবলিকেশন অর্ডিন্যান্সের আলোকে জেরা করা হয়। এর আগেও তাঁর সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। অভিযুক্তদের পক্ষ থেকে জেলে প্রথম শ্রেণীর ব্যবস্থা করা ও রাওয়ালপিন্ডিতে রাখার জন্য আবেদন করা হয়েছে।


* ঢাকায় নিযুক্ত যুগোস্লোভিয়ার কন্সাল মি. মিরকোই পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার মোস্তাক আহমেদের সাথে এক বৈঠকে মিলিত হন।


* পাকিস্তান গার্ল গাইড সমিতির কমিশনার বেগম জি.এ.খান প্রেসিডেন্টের পূর্ব পাকিস্তান সাহায্য তহবিলে সমিতির পক্ষ থেকে দশ হাজার টাকা সাহায্য প্রদান করেন। এ নিয়ে সমিতির পক্ষ থেকে সর্বমোট পঁচিশ হাজার টাকা সাহায্য দেওয়া হয়।