৭১ এর এই দিনে | mssangsad.com

৭১ এর এই দিনে

২০ জানুয়ারী ১৯৭১ এই দিনে

* ১১- দফা সপ্তাহের আজ চতুর্থ দিন। এ উপলক্ষে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন ও পূর্ব পাকিস্তান ছাত্রলীগের পৃথক আহবানে শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ ধর্মঘট পালিত হয়। ১১- দফা সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের আহবানে বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র জমায়েত, সকালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ ও পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের উদ্যোগে যথাক্রমে বিশ্ববিদ্যালয় বটতলা ও মধুর কেন্টিনে ছাত্র সভা। বিকালে পূর্ব বাংলা বিপ্লবী ছাত্র ইউনিয়নের উদ্যোগে পল্টন ময়দানে এক জনসভা ও ক্রান্তি শিল্পী গোষ্ঠীর উদ্যোগে গণ-সঙ্গীতের আসর অনুষ্ঠিত হয়।


* প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ৫দিন করাচীতে অবস্থানের পর আজ সকালে রাওয়ালপিন্ডি এসে পৌঁছেন।


* পাঞ্জাব কাউন্সিল সুসলিম লীগের সভাপতি সরদার শওকত হায়াত খাঁ প্রেসিডেন্ট ভবনে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেন এবং কিছু সময় তাঁর সাথে অবস্থান করেন।