৭১ এর এই দিনে | mssangsad.com

৭১ এর এই দিনে

২১ নভেম্বর ১৯৭১ এই দিনে

যদি দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ না করা হয়, ভারত কঠোর পদক্ষেপ নেবে এবং জরুরি অবস্থা ঘোষণা করবে, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পশ্চিমা নেতাদের চিঠিতে বলেছেন। টাইমস ম্যাগাজিনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, তিনি এ ধরনের পরিস্থিতিতে বাংলাদেশের কাছে স্বীকৃতি এবং মুক্তিবাহিনীকে স্পষ্টভাবে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।


ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে একটি চিঠি পাঠিয়েছেন যাতে বিদ্যমান সংকটের দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়।


মুক্তিবাহিনী কুমিল্লার নতুন বাজারে তাদের একটি ঘাঁটিতে হামলাকারী ১৩ রাজাকারকে বন্দী করে। ১৩টি রাইফেল এবং বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করা হয়েছে।


সিলেটের শ্রীঘাট-গয়াইনঘাট মহাসড়কে মাইন বিস্ফোরণে মেজরসহ পাঁচ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।


নোয়াখালীর লক্ষ্মীপুরে মুক্তিবাহিনী-সামরিক সংঘর্ষে সাত পাকিস্তানি সেনা নিহত হয়েছে। সেই যুদ্ধে মুক্তিবাহিনী মর্টার ব্যবহার করেছিল। ১,১০০ রাউন্ড গোলাবারুদ এবং একটি চাইনিজ রাইফেল উদ্ধার করা হয়েছে।


মুক্তিবাহিনী মিত্রবাহিনী নিয়ে যশোরের চৌগাছায় পাকিস্তান সেনাবাহিনীর উপর আক্রমণ করে। এই যুদ্ধে উভয় পক্ষ ট্যাঙ্ক এবং ভারী কামান ব্যবহার করে। পাকিস্তানি বাহিনী শেষ পর্যন্ত পিছু হটে। পাকিস্তানের ছয়টি ট্যাংক ধ্বংস হয়। পাকিস্তান সেনাবাহিনী ১৪টি চীনা ট্যাংক এবং ৫০০ সেনা ব্যবহার করেছে।

 

২১ নভেম্বর ১৯৭১: যশোরের চৌগাছায় মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী যৌথভাবে পাকবাহিনীর ওপর আক্রমণ করে

 

যশোরের চৌগাছায় মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী যৌথভাবে পাকবাহিনীর ওপর আক্রমণ করে। ফাইল ছবি

যশোরের চৌগাছায় মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী যৌথভাবে পাকবাহিনীর ওপর আক্রমণ করে। ফাইল ছবি

১৯৭১ সালের ২১ নভেম্বর দিনটি ছিল রবিবার। এই দিন টাইমস সাময়িকীর এক প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী বৃটিশ প্রধানমন্ত্রী ও অন্যান্য পশ্চিমা নেতৃবৃন্দের কাছে এই মর্মে চরমপত্র দিয়েছেন দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশ সমস্যার সমাধান না হলে ভারত সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করবেন, বাংলাদেশকে স্বীকৃতি দেবেন, বাংলাদেশ মুক্তিবাহিনীর সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করবেন এবং মুক্তিযোদ্ধাদের প্রকাশ্যে সমর্থন দেবেন। বৃটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ পাকিস্তানের প্রেসিডেন্টের কাছে প্রেরিত এক জরুরি পত্রে অবিলম্বে বাংলাদেশ সঙ্কট সমাধানে ব্যবস্থা গ্রহণের আহবান জানান।

যুদ্ধ সংক্রান্ত গোপন রিপোর্ট:
21.11.71 D Coy Boyra

1. About 200 Pak tps conc Amjhupi 5328 M/S. 79A/10 Daradi 5825M/S 79A/10 from Meherpur.G.1: A-1

2. 30 Razakars with one N/Sub seen Meherpur Power House 4932 M/S. 79A/9 about 80 Pak tps vocational Institute 4831 and graveyard 4830 M/S. 79A/9 4 jeeps and 4 X 3 toner also seen in that area.G.1: A

মুক্তিবাহিনী কুমিল্লার নতুন বাজারে রাজাকারের ঘাঁটিতে আক্রমণ করে ১৩ জন রাজাকারকে বন্দী করে। মুক্তিবাহিনী রাজাকারদের কাছ থেকে ১৩টি রাইফেল এবং প্রচুর গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়।

সিলেটের শ্রীঘাট গোয়াইনঘাট সড়কে মুক্তিবাহিনীর পেতে রাখা মাইনের বিস্ফোরণে পাকবাহিনীর একটি জীপ ধ্বংস হয়। এতে ঐ জীপের এক জন মেজরসহ আরো পাঁচ জন শত্রু সৈন্য নিহত হয়।

নোয়াখালীর লক্ষ্মীপুরে মুক্তিবাহিনীর সঙ্গে পাক হানাদারবাহিনীর এক সম্মুখ যুদ্ধে সাত জন পাক সেনা নিহত হয়। ঐ যুদ্ধে মুক্তিবাহিনী মর্টার ব্যবহার করে। মুক্তিবাহিনী পাকবাহিনীর কাছ থেকে ১১০০ এ্যামুনিশন ও একটি চীনা রাইফেল উদ্ধার করে।

যশোরের চৌগাছায় মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী যৌথভাবে পাকবাহিনীর ওপর আক্রমণ করে। উভয় পক্ষ এই যুদ্ধে ট্যাঙ্ক এবং ভারী কামান ব্যবহার করে। যৌথ বাহিনীর প্রচন্ড আক্রমণে পাকবাহিনী পিছু হঠতে বাধ্য হয়। যুদ্ধে পাকবাহিনীর ছয়টি ট্যাঙ্ক ধ্বংস হয়। ১৪টি চীনা স্যাফি ট্যাঙ্ক নিয়ে প্রায় ৫০০ পাকসৈন্য যুদ্ধে অংশ নিয়েছিল।