৭১ এর এই দিনে | mssangsad.com

৭১ এর এই দিনে

১৮ জানুয়ারী ১৯৭১ এই দিনে

* পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন আহুত ১১- দফা সপ্তাহের দ্বিতীয় দিন। এ উপলক্ষে ঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক ছাত্র হলগুলোতে কর্মীসভা অনুষ্ঠিত হয়। ছাত্র ইউনিয়ন কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ইডেন গার্লস কলেজ ও টি এন্ড টি কলেজসহ ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মী সভায় মিলিত হয়।


8 প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সকালে লারকানা থেকে ২১ মাইল দূরে ড্রিগ হ্রদে পাখি শিকারের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পূর্বে ভুট্টোর বাসভবনে সমবেত জাতীয় ও প্রাদেশিক পরিষদ সদস্য এবং লারকানার বিশিষ্ট নাগরিকদের প্রতি বলেন, দেশে জনগণের সরকার ক্ষমতাসীন হলে বর্তমান অনিশ্চিত অবস্থার শীঘ্রই অবসান ঘটবে। প্রেসিডেন্ট আজ করাচীর উদ্দেশ্যে লারকানা ত্যাগের পূর্বে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলোচনাকালে বলেন, ভুট্টোর সাথে তার আলোচনা ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, আমরা খোলামনে মতবিনিময় করেছি। ভুট্টো ও আমার মত অনেক ব্যাপারেই মিলে গেছে। কিন্তু এতো তাড়াতাড়ি কোনো কিছু বলা যাবে না। তিনি বলেন যে, ভুট্টো ও শেখ মুজিবুর রহমান পরস্পরের সাথে আলোচনা করবেন। প্রেসিডেন্ট এই সফরকে তাঁর অবকাশ সফর বলে জানান।