৭১ এর এই দিনে | mssangsad.com

৭১ এর এই দিনে

০৫ নভেম্বর ১৯৭১ এই দিনে

যুক্তরাষ্ট্র সফররত ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ৫ নভেম্বর ওয়াশিংটনে ন্যাশনাল ক্যাথিড্রালে ভারতীয় ছাত্র সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, পাকিস্তানি সামরিক চক্র পূর্ব বাংলার জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করতে চাইলেও সেখানকার সাধারণ মানুষ গেরিলাদের পূর্ণ সমর্থন দিচ্ছে। স্বাধীনতার স্পৃহাকে হত্যা করা যায় না।


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ইন্দিরা গান্ধীকে বলেন, দক্ষিণ এশিয়ার সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য তাঁর দেশ যথাসাধ্য চেষ্টা করবে। প্রায় ৭০ মিনিট আলাপের মধ্য দিয়ে তাঁদের দুই দিনের আলোচনা শেষ হয়।


ইন্দিরা গান্ধী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজার্সের সঙ্গেও আলোচনা করেন। নিক্সন ও রজার্স—দুজনকেই তিনি বোঝাতে চেষ্টা করেন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিদের কাছে গ্রহণযোগ্য সূত্রেই রাজনৈতিক সমাধান পেতে হবে।


সুইডেনের ৩৬০ জন সাংসদের মধ্যে ২৮০ জন এ দিন বাংলাদেশের সংকটমোচনে প্রভাব খাটাতে যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানান। তাঁদের আবেদনপত্র স্টকহোমে যুক্তরাষ্ট্রের দূতাবাসে দেওয়া হয়।


মুজিবনগরে সরকারি একটি সূত্র সাংবাদিকদের জানায়, ভারত সরকার শিগগিরই বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দিতে পারে।

সরকারি মুখপাত্র বলেন, একটি সরকারকে স্বীকৃতি দেওয়ার আগে তিনটি দিক বিবেচনা করা হয়—নির্দিষ্ট ভূখণ্ড, জনগণ ও সরকার—তার তিনটিই বাংলাদেশের আছে। উপরন্তু এ সরকার গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত। তাঁরা আভাস পেয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিদেশ সফর শেষে ফেরার পর এ ব্যাপারে সরকারি ঘোষণা হতে পারে।


মুজিবনগরে মুক্তিবাহিনীর সদর দপ্তর থেকে সাংবাদিকদের জানানো হয়, গেরিলারা ঢাকা শহরের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত করে দিয়েছেন। ঢাকা ও নারায়ণগঞ্জে গেরিলাদের হাতে পাকিস্তানি সেনা হতাহতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।


২ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা ব্রাহ্মণবাড়িয়ায় সালদা নদীতীরে পাকিস্তানি বাহিনীর একটি টহল দলকে অ্যামবুশ করেন। সেনা ও রাজাকারদের সমন্বিত এ দলটি কাছে আসতেই তাঁরা আক্রমণ চালান। অতর্কিত এ আক্রমণে কয়েকজন হতাহত হয়।


এই সেক্টরের ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দায়িত্বপ্রাপ্ত একদল মুক্তিযোদ্ধা নটর ডেম কলেজের পাশে বোমা ফাটান। এতে কলেজসংলগ্ন সেতু এবং বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। গেরিলাদের আরেকটি দল নারায়ণগঞ্জের কাছে হামলা করলে শান্তি কমিটির দুজন সদস্য নিহত হয়। অন্য আরেকটি দল চকবাজারে আক্রমণ চালায়। এতে একজন নিহত ও দুজন আহত হয়।


৮ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা কুষ্টিয়ার দৌলতপুরের ধর্মদহে রাজাকারদের ঘিরে ফেললে তারা কিছুক্ষণ প্রতিরোধ করে। একপর্যায়ে চারজন রাজাকার আত্মসমর্পণ করে।


এই সেক্টরের অন্য এক দল মুক্তিযোদ্ধা দেবীনগরে রাজাকারদের অবস্থানে অতর্কিতে হামলা করলে দুজন নিহত হয়।
পাকিস্তানের করাচি থেকে প্রকাশিত মর্নিং নিউজ পত্রিকার সাবেক সহযোগী সম্পাদক অ্যান্থনি মাসকারেনহাস দিল্লিতে এক অনুষ্ঠানে বলেন, বিশ্ব রাষ্ট্রগোষ্ঠী স্বীকার করুক বা না করুক, বাংলাদেশ একটি বাস্তব সত্য। তিনি বলেন, বাংলাদেশের মানুষ যে স্বাধীনতা ঘোষণা করেছেন, সব রাষ্ট্রের তা স্বীকার করে নেওয়া উচিত।


ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও পশ্চিমবঙ্গ রাজ্যে বিশেষ দায়িত্বপ্রাপ্ত সিদ্ধার্থ শঙ্কর রায় কলকাতায় এক আলোচনা সভায় বলেন, ইন্দিরা গান্ধী বাংলাদেশ সমস্যার রাজনৈতিক সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। তিনি সফল না হলে শরণার্থীদের নিরাপদে বাংলাদেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে ভারতকে উদ্যোগী হতে হবে।


আদি কংগ্রেস বলেছে, ভারত সরকার অবিলম্বে বাংলাদেশ ও এর সরকারকে স্বীকৃতি দিক। কলকাতায় এক সংবাদ সম্মেলনে দলটির সভাপতি সাদিক আলী এ দাবি জানান।


প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের বিশেষ দূত ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ৫ নভেম্বর হঠাৎ চীনে যায়। সেখানে তারা চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের সঙ্গে আলোচনা করে।


ইসলামাবাদে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, সোভিয়েত ইউনিয়ন ভারত উপমহাদেশে শান্তি রক্ষায় উৎসাহী। পাকিস্তানের অখণ্ডতার প্রতি তাঁর সমর্থন আছে। এ কথা তাঁরা পাকিস্তানকে জানিয়েছেন।

 

০৫ নভেম্বর ১৯৭১: মুক্তিবাহিনীরা হরিণখোলায় পাকসেনাদের উপর অতর্কিত আক্রমণ চালায়

 

মুক্তিবাহিনীরা হরিণখোলায় পাকসেনাদের উপর অতর্কিত আক্রমণ চালায়। ফাইল ছবি

মুক্তিবাহিনীরা হরিণখোলায় পাকসেনাদের উপর অতর্কিত আক্রমণ চালায়। ফাইল ছবি

১৯৭১ সালের ০৫ নভেম্বর দিনটি ছিল শুক্রবার। এই দিন মুক্তিবাহিনী ফুলবাড়িয়া থানার আছিম পোড়াবাড়িতে অবস্থানরত পাকহানাদারদের ওপর গোলন্দাজ বাহিনীর সহায়তায় ব্যাপক আক্রমণ চালায়। প্রায় ছয় ঘন্টা স্থায়ী এই যুদ্ধে পাকবাহিনীর ১৪ জন সৈন্য নিহত ও ছয় জন আহত হয়। মুক্তিযোদ্ধাদের আক্রণের মুখে টিকতে না পেরে হানাদাররা বিপুল ক্ষতি স্বীকার করে পোড়াবাড়ি অবস্থান ত্যাগ করতে বাধ্য হয়।

মুক্তিবাহিনী চট্টগ্রামের হরিণখোলায় পাকসেনাদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। এই আক্রমণে পাকবাহিনীর সাত জন সৈন্য নিহত ও আট জন আহত হয়। মুক্তিবাহিনীর গেরিলা কমান্ডোরা টাঙ্গাইল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ৫০টি গ্রেনেড ছোঁড়ে। এতে হানাদারদের কয়েকজন হতাহত হয়। টাঙ্গাইলের প্রধান ডাকঘরের পিছনে রাজাকারদের অবস্থানের ওপর কয়েকটি গ্রেনেড বিস্ফোরণে তিন জন রাজাকার নিহত ও চার জন গুরুতরভাবে আহত হয়।

মুক্তিবাহিনীর এক প্লাটুন যোদ্ধা ৮ নম্বর সেক্টরের বানপুর সাবসেক্টরে রাজাকারদের দেবীনগর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়। এই আক্রমণে দুই জন রাজাকার নিহত হয়। মুক্তিযোদ্ধারা রাজাকারদের কাছ থেকে ছয়টি ৩০৩ রাইফেল দখল করে। 

ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। পিপিপি প্রধান জুলফিকার আলী ভুট্টো পিকিং সফর শেষে করাচি ফিরে বলেন, চীন পাকিস্তানের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন। মিশন একশ’ভাগ সফল। 

ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফ্রান্স যাত্রার প্রাক্কালে ওয়াশিংটনে এক সাংবাদিক সম্মেলনে বলেন, প্রেসিডেন্ট ইয়াহিয়ার সঙ্গে তার আলোচনার কিছু নেই। এটি ইসলামাবাদ ও বাংলাদেশের জনগণের মধ্যকার বিষয়। বর্তমান উত্তেজনা নিরসনে প্রথমে বাংলাদেশে অধিকতর শান্তিপূর্ণ অবস্থার সৃষ্টি করতে হবে। বর্তমান সমস্যা ভারত ও পাকিস্তানের মধ্যকার কোনো বিরোধ নয়। তবে এতে ভারত জড়িয়ে পড়েছে এজন্য যে, ভারতে শরণার্থীরা যাচ্ছে।

তিনি আরো বলেন, শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলোচনাই বর্তমান সমস্যার কার্যকর সমাধান। কারণ, তিনিই বাঙ্গালি জনগণের স্বীকৃত নেতা। তিনি বলেন, বাংলাদেশের জনগণের অনুমোদনের ভিত্তিতে যে কোনো সমাধানই সম্ভব। ওটি তাদের দেশ, তাদের আন্দোলন এবং তাদেরকেই চুরান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বাঙ্গালিরা তাদের ওপর চাপিয়ে দেয়া কোনো সিদ্ধান্ত মেনে নেবে, তা বিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে না।

চীন প্রসঙ্গে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা সম্ভবত কোনো বিরোধে জড়াবেন না।
মার্কিন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি জিগলার ওয়াশিংটনে বলেন, পূর্ব পাকিস্থানের সঙ্কট প্রশ্নে প্রেসিডেন্ট নিক্সন ভারত ও পাকিস্তানের মধ্যে একটি মিমাংসার অপেক্ষায় রয়েছেন। উভয়পক্ষ চাইলে তিনি এ লক্ষ্যে একটি সুস্পষ্ট উদ্যোগ গ্রহণ করবেন। যুক্তরাষ্ট্র ভারত-পাকিস্তান যুদ্ধ চায় না। চায় শান্তিপূর্ণ মিমাংসা।

চীনের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী চী চোং ফী এক ভোজ সভায় পাকিস্তান প্রতিনিধিদলকে পূর্ণ আশ্বাস দিয়ে বলেন, চীন পাকিস্তানের অখন্ডতা রক্ষায় সর্বতোভাবে সহযোগিতা করবে। ভোজ সভায় চীনা প্রধানমন্ত্রী চৌ এন লাইসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসলামী ছাত্র 'সংঘ বদর' দিবস উপলক্ষে বায়তুল মোকাররমে সমাবেশ এবং পরে মিছিলের আয়োজন করে। সমাবেশে বক্তারা ব্রাহ্মণ্যবাদী সব চক্রান্ত নস্যাৎ করে পাকিস্তানকে পবিত্র রাখার শপথ নেয়। তারা ঘোষণা করেন, 'আমাদের রক্তে পাকিস্তান টিকে থাকবে।' আড়াই মাস বিদেশে সফর করে বেগম আখতার সোলায়মান দেশে ফিরে সাংবাদিকদের জানান, বিদেশে পাকিস্তানি পররাষ্ট্র মিশনগুলোতে শতকরা ৯৯ জন পূর্ব পাকিস্তানি দেশপ্রেমের মনোভাব নিয়ে কাজ করছে।