০৭ আগষ্ট ১৯৭১ এই দিনে
07.08.1971
হানাদারদের মিলিটারী লরী অ্যামবুশ করে মুক্তিযোদ্ধা দল
মুক্তিযোদ্ধারা পাকসেনাদের ঘাঁটি ধ্বংস করতে থাকে। ফাইল ছবি
১৯৭১ সালের ৭ আগস্ট দিনটি ছিল শনিবার। এদিন ৭ নম্বর সেক্টরের গেরিলা প্রধান আহসান হাবিবের নেতৃত্বে মুক্তিযোদ্ধা দল বগুড়া জেলার সাবগ্রামে হানাদারদের একটি মিলিটারী লরী অ্যামবুশ করে। এই অ্যামবুশে লরীটি সম্পূর্ণ ধ্বংস হয় এবং ৩ জন পাকসেনা নিহত ও একজন আহত হয়।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে পাকিস্তান কর্তৃক প্রকাশিত বাংলাদেশ সংক্রান্ত শ্বেতপত্রের বিবরণ মিথ্যার বেসাতি বলে মন্তব্য করা হয়। ঢাকায় পাকিস্তানী সামরিক কর্তৃপক্ষ বলে, পূর্ব পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় দলত্যাগী সৈনিক ও বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় প্রকাশ্য আক্রমণ শুরু করেছে।
পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর গোলাম আযম কুষ্টিয়ায় শান্তি কমিটির এক সভায় বলে, আওয়ামী লীগ ও এর প্রধান শেখ মুজিবুর রহমান ভারতের সঙ্গে মৈত্রী স্থাপন করে জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন। গোলাম আযম বলে, শেখ মুজিব ও তার ভারতপন্থী আওয়ামী লীগ সদস্যদের বিশ্বাসঘাতকতার ফলে যে পরিস্থিতির সৃষ্টি হয়, পাকিস্তানের সেনাবাহিনীর বীর জওয়ানরা যথা সময়ে তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জনগণের দুর্ভোগের সীমা থাকতো না। তিনি মুক্তিযোদ্ধাদের সম্পর্কে সতর্ক থাকার এবং রাষ্ট্রবিরোধীদের দমনে শান্তি কমিটি, রাজাকার মুজাহিদ বাহিনী ও সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা করার জন্য জামায়াত কর্মীদের প্রতি আহ্বান জানান।
নেত্রকোনায় বাংলা প্রাইমারী স্কুল প্রাঙ্গণে শান্তি কমিটির নেতা ফারুক আহমদ এক সভায় বলে, ‘পাকিস্তান টিকে না থাকলে মুসলমানদের ধর্ম, কৃষ্টি, তাহজীব-তমদ্দুন, ইজ্জত কিছুই রক্ষা হবে না। ২৪ বছর পূর্বে এ দেশের মুসলমানরা যেমন অধিকার বঞ্চিত ও অবহেলিত ছিল, ঠিক তেমনি অধিকারহীন হয়ে হিন্দুদের গোলামে পরিণত হবে। আর এ জন্যেই শেখ মুজিব ও তার বাহিনী চক্রান্তে লিপ্ত রয়েছে।’