
০৯ জুলাই ১৯৭১ এই দিনে
ইতিহাসে ৯ জুলাই ছিল গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে দৈনিক ব্রিফিংয়ের অংশ হিসেবে সিআইএ বলে, ‘পূর্ব পাকিস্তানে চলমান অচলাবস্থার মধ্যে ভারত যেভাবে ঘোষণা দিয়ে সামরিক হস্তক্ষেপ করবে বলে দাবি জানিয়েছে তাতে সোভিয়েত ইউনিয়ন উদ্বিগ্ন। সোভিয়েত ইউনিয়ন মনে করছে এটি ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে রূপ নিবে। তবে, এর পরিণাম নিঃসন্দেহে আরও ভয়াবহ হবে।’
৯ জুলাই মেহেরপুরের মুজিবনগরে এক সংবাদ সম্মেলনে প্রবাসী বাংলাদেশ সরকারের এক মুখপাত্র বলেন, ‘এখন থেকে বাংলাদেশের মুক্তাঞ্চলগুলোতে যেতে হলে বিদেশি সাংবাদিক ও নাগরিকদের প্রবাসী বাংলাদেশ সরকার থেকে অনুমতিপত্র নিতে হবে। আশার কথা হলো আমরা এরই মধ্যে অনুমতিপত্র দেওয়া শুরু করেছি। এরপরেও কেউ যদি অনুমতিপত্র না নিয়ে মুক্তাঞ্চলে প্রবেশ করে তবে আমরা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে তাকে দোষী সাব্যস্ত করব।’
এর কিছুদিন আগে কুষ্টিয়ায় বেশ কয়েকটি মুক্তাঞ্চল সফরের আগে ব্রিটিশ এমপি জন স্টোনহাউস কলকাতায় প্রবাসী বাংলাদেশ সরকারের দূতাবাস থেকে বিশেষ অনুমতিপত্র নিয়েছিলেন।
ঢাকায় এদিনঃ
৯ জুলাই ঢাকায় নেজামে ইসলামের যুগ্ম-সম্পাদক মওলানা আবদুল মতিন ও দলের পার্লামেন্টারি বোর্ডের সভাপতি সৈয়দ মঞ্জুরুল আহসান এক যৌথ বিবৃতিতে বলেন, ‘বিচ্ছিন্নতাবাদী দেশদ্রোহীদের সঙ্গে কোনো রকম আপোষ ও মীমাংসা হতে পারে না। পাকিস্তান স্থায়ী হওয়ার জন্যই প্রতিষ্ঠিত হয়েছে। পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়া খান যে উদ্যোগ নিয়েছে তা আমরা পূর্ণ সমর্থন করি। প্রয়োজনে পাকিস্তানকে রক্ষার জন্য আমরা জীবন বাজি রাখবো তবুও বিচ্ছিন্নতাবাদীদের জয়ী হতে দেব না।’
৯ জুলাই ঢাকার ফুলপুরের রাজাকারদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন ইউনিয়নের গ্রাম থেকে আগত প্রায় ৬৫০ জন রাজাকার প্রশিক্ষণে অংশ নিয়েছিল। প্রশিক্ষণ শেষে সমাপণী অনুষ্ঠানে ১৬০ জন রাজাকারকে সনদপত্র ও বিভিন্ন সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়।
ভারতে এদিনঃ
৯ জুলাই দিল্লিতে এক সংবাদ সম্মেলনে কানাডার সংসদীয় প্রতিনিধি দলের অন্যতম সদস্য কানাডার এমপি অ্যান্ড্রু ব্রেউইন বলেন, ‘কানাডার সরকার ও সাধারণ মানুষ সবসময়ই নিপীড়িত মানুষের পক্ষে। আমরা দৃঢ়ভাবে আশাবাদী কানাডার সরকার এবং সাধারণ মানুষ এই ঘৃণ্য নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে দাঁড়াবে। আমরা চাই পূর্ববঙ্গে চলমান সামরিক উদ্যোগ ও পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক নির্মমতার বাস্তব প্রেক্ষাপটটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা উচিত। অন্যদিকে একইসঙ্গে রাজনৈতিকভাবে মীমাংসার জন্যও আলোচনার দ্বার উন্মুক্ত থাকুক। তবে তার আগে পাকিস্তানকে পূর্ববাংলায় সামরিক উদ্যোগ বন্ধ করতে হবে। কানাডা এরই মধ্যে পাকিস্তানকে সব ধরণের সমরাস্ত্র বিক্রি, সরবরাহ ও সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছে। কেবল কানাডাই না মার্কিন যুক্তরাষ্ট্র, চীনসহ বিশ্বের অন্য দেশগুলোরও এই মুহূর্তে পাকিস্তানকে দেওয়া সমস্ত সামরিক সহায়তা ও অস্ত্র বিক্রি বন্ধ করা উচিত।’
৯ জুলাই বাংলাদেশ মুক্তিসংগ্রাম সহায়ক সমিতির নারী শাখা পাকিস্তানকে দেওয়া যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এদিন বিধানসভার বিধায়ক পুরবী মুখার্জীর নেতৃত্বে একটি মিছিল মার্কিন দূতাবাসে গিয়ে মার্কিন উপ-রাষ্ট্রদূতের কাছে প্রতিবাদলিপি প্রদান করে।
৯ জুলাই কলকাতার মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করে বাংলার চলচ্চিত্র শিল্পী পরিচালকেরা। এসময় তারা পাকিস্তানকে সমরাস্ত্র দেওয়ার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। একইসঙ্গে তারা মার্কিন সরকার কর্তৃক পাকিস্তানকে দেওয়া সমরাস্ত্র ফিরিয়ে নেওয়ার দাবি জানান। সমাবেশের পর চলচ্চিত্র পরিচালক, অভিনয়শিল্পী, কলাকুশলীরা মার্কিন উপ-রাষ্ট্রদূতের কাছে স্মারকলিপি প্রদান করেন।
৯ জুলাই কলকাতাস্থ সোভিয়েত দূতাবাসের সামনে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে মার্কিন বিরোধী বিক্ষোভ করে ছাত্র ও জনতা। এসময় তারা পাকিস্তানকে দেওয়া সব সহায়তা বন্ধের দাবি জানায়। বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে আয়োজকেরা সোভিয়েত সরকারকে ভারত সরকারের পাশে দাঁড়ানোর জন্য অভিনন্দন জানায়।
পাকিস্তানে এদিনঃ
৯ জুলাই পাকিস্তান সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আব্দুল হামিদ খানের সঙ্গে এক বৈঠকে মিলিত হন মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারী হেনরি কিসিঞ্জার। এসময় হেনরি কিসিঞ্জার পাকিস্তান সেনাবাহিনীর পাশে মার্কিন সরকার সবসময় আছে বলে সমর্থন প্রকাশ করেন। জেনারেল আব্দুল হামিদ খান জবাবে বলেন, ‘মার্কিন সরকার ও সামরিক বাহিনী এই প্রতিকূল পরিস্থিতিতেও বন্ধুত্বের পরিচয় দিচ্ছে। পাকিস্তান সেনাবাহিনী ভবিষ্যতেও মার্কিন সেনাবাহিনীর সঙ্গে একযোগে কাজ করবে।’ এসময় চিফ অব স্টাফ জেনারেল আব্দুল হামিদ খান পাক সেনা কর্মকর্তাদের উচ্চতর প্রশিক্ষণে মার্কিন সেনাবাহিনী উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
এদিন উষ্ণ আবহাওয়াজনিত কারণে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছিলেন হেনরি কিসিঞ্জার। পাকিস্তান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় হেনরি কিসিঞ্জারকে অ্যাবোটাবাদের নাথিয়াগালিতে পাঠানো হয়েছে। অন্যদিকে পাকিস্তানে তার বাকি সফর সূচিও বাতিল করেন কিসিঞ্জার। রাতে পাকিস্তান সরকার এক বিজ্ঞপ্তিতে বলে ‘আজ রাতে হেনরি কিসিঞ্জার চীনের পিকিংয়ের উদ্দেশ্যে নাথিয়াগালি ত্যাগ করেছেন।’
আন্তর্জাতিক গণমাধ্যমে এদিনঃ
৯ জুলাই বার্তা সংখ্যা রয়টার্স তাদের এক প্রতিবেদনে বলে, ‘মার্কিন সিনেটর হিউ স্কট আজ বলেছেন- কংগ্রেসের চাপ সত্ত্বেও নিক্সন প্রশাসন পাকিস্তানকে দেওয়া সাহায্য বন্ধ করবে না। তবে ডেমোক্রেট সিনেটররা চান পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হলে এবং শরণার্থীদের ফিরে যাওয়ার উপযুক্ত পরিবেশ সৃষ্টির আগ পর্যন্ত পাকিস্তানকে দেওয়া সমস্ত মার্কিন সহায়তা বন্ধু থাকুক। একইসঙ্গে পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি অনিবার্য হয়ে পড়েছে। এরই মধ্যে ২৪ জন সিনেটর পাকিস্তানকে দেওয়া মার্কিন সাহায্য বন্ধের জন্য একটি প্রস্তাব সিনেটের কাছে পেশ করেছেন।’
৯ জুলাই অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এক প্রতিবেদনে বলে, ‘যুক্তরাষ্ট্র সরকারের এখন মূল লক্ষ্যই হলো পাকিস্তানে অস্ত্র বিক্রি করা। যুক্তরাষ্ট্র আশা করছে পূর্ব পাকিস্তানে চলমান রাজনৈতিক অস্থিরতা ও গোলযোগের সমাধান যদি হয় তবে পাকিস্তান সরকার তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে এবং এতে যুক্তরাষ্ট্র ফায়দা হাসিল করতে পারবে। অথচ পাকিস্তান সরকার বেশি অস্ত্র পাচ্ছে চীন থেকে। এখন যুক্তরাষ্ট্র তীক্ষ্ণ দৃষ্টি রাখছে পাকিস্তানকে দেওয়া চীনা সামরিক সহায়তার ওপর। যার ফলে মার্কিন সরকার পাকিস্তানকে নিষেধাজ্ঞা আরোপ করার পরেও সমরাস্ত্র বিক্রি ও সহায়তা দিচ্ছে। হেনরি কিসিঞ্জারের পাকিস্তান সফরের মূল উদ্দেশ্যই ছিল এটি যেন চীন যুক্তরাষ্ট্র অপেক্ষা পাকিস্তানে অধিক প্রভাব বিস্তার না করতে পারে। যুক্তরাষ্ট্র সরকার এখন হেনরি কিসিঞ্জারের সফরের ওপরে ভীষণ আশাবাদী।’
দেশব্যাপী প্রতিরোধ যুদ্ধঃ
৯ জুলাই কুমিল্লায় পাকিস্তানি হানাদার বাহিনীর এক প্লাটুন সৈন্য শালদা নদী থেকে নয়নপুর যাওয়ার পথে মেজর সালেকের ৫ সদস্যের ডিমোলিশন পার্টির পুতে রাখা এন্টিপার্সোনাল মাইনের ওপর পড়ে যায়। এসময় মাইন বিস্ফোরণে ১০ জন হানাদার সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়। হামলার পর পাকিস্তানি হানাদার বাহিনী বিধ্বস্ত অবস্থায় শালদা নদী ঘাঁটিতে ফিরে যায়। এদিন সন্ধ্যায় মেজর সালেকের নেতৃত্বে মুক্তিবাহিনীর একটি দল পাকিস্তানী হানাদার বাহিনীর শালদা নদীর ঘাঁটির ওপর কামান ও মর্টারের মাধ্যমে গোলাবর্ষণ করে। আধা ঘণ্টাব্যাপী এই যুদ্ধে হানাদার বাহিনীর ১৯ সেনা নিহত হয়, আহত হয় আরও ১১ জন।
৯ জুলাই কুমিল্লার চৌদ্দগ্রামের বালুজুরির ভাঙাপুলের কাছে পাকিস্তানি হানাদার বাহিনীর একটি সামরিক ট্রাক ও দুটি জিপের ওপর অতর্কিত হামলা চালায় মুক্তিবাহিনীর চতুর্থ বেঙ্গলের ‘বি’ কোম্পানির এক প্লাটুন মুক্তিযোদ্ধা। এসময় হানাদার বাহিনী ও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু, মুক্তিবাহিনীর প্রবল আক্রমণের মুখে ৩০ হানাদার সেনা নিহত হয় এবং ৬ জন আহত হয়। আহতসহ বাকিরা পালিয়ে যায়।
জুলাই কুমিল্লায় মুক্তিবাহিনীর বটেশ্বর ঘাঁটির ওপর হানাদার বাহিনী দুই কোম্পানি সেনা নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় মুক্তিবাহিনীও তীব্র প্রতিরোধ গড়ে তোলে। হানাদার বাহিনীর অতিরিক্ত দুই সেনা যুক্ত হয়। চার ঘণ্টা যুদ্ধের পর মুক্তিবাহিনীর আক্রমণে দিশেহারা হয় একপর্যায়ে হানাদার বাহিনী পিছু হটে। এই যুদ্ধে হানাদার বাহিনীর ২৫ জন সেনা নিহত হয়।
ঢাকার ফুলপুর ইউনিয়নে ১৬০ জন দক্ষ রাজাকারকে সার্টিফিকেট ও পুরস্কার দেয়া হয়

৬৫০ জন রাজাকারকে ট্রেনিং দেওয়া হয়। ফাইল ছবি
জুলাই ১৯৯১-এ প্রকাশিত মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পুরোনো নথি থেকে জানা যায়, প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে দৈনিক ব্রিফিংয়ের অংশ হিসেবে ১৯৭১ সালের জুলাই মাসে সিআইএ জানায় যে পূর্ব পাকিস্তানে ভারত সামরিক হস্তক্ষেপ করবে বলে যে ইঙ্গিত মিলেছে, তাতে সোভিয়েত ইউনিয়ন উদ্বিগ্ন এবং তারা ১৯৬৫ সালের পাকিস্তান-ভারত যুদ্ধের মতো আরেকটা যুদ্ধের সূচনা যেন না ঘটে সে জন্য প্রচেষ্টা আরও বাড়িয়েছে।
পাকবাহিনীর এক প্লাটুন সৈন্য শালদা নদী থেকে নয়নপুর যাবার পথে মেজর সালেকের ৫ সদস্যের ডিমোলিশন পার্টির পুতে রাখা এন্টিপার্সোনাল মাইনের ওপর পড়ে যায়। মাইন বিস্ফোরণে ১০ জন পাকসেনা নিহত এবং আরো অনেকে আহত হয়। পাকসেনারা বিপর্যস্ত হয়ে শালদা নদী ঘাঁটিতে ফিরে যায়। সন্ধ্যায় আবার মেজর সালেকের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদল পাকবাহিনীর শালদা নদী অবস্থানের ওপর কামান ও মর্টারের সাহায্যে প্রচন্ড গোলাবর্ষণ করে। প্রায় আধঘন্টাব্যাপী গোলাবর্ষণে পাকবাহিনীর ১৯ জন সৈন্য নিহত ও ১১ জন আহত হয়।
কুমিল্লায় মুক্তিবাহিনীর কটেশ্বর অবস্থানের ওপর পাকবাহিনীর দুই কোম্পানী সৈন্য হামলা চালায়। পরে আরো দুই কোম্পানী সৈন্য পাকসেনাদের শক্তিবৃদ্ধি করে। ৩/৪ ঘন্টা যুদ্ধের পর পাকসেনাদের আক্রমণ ব্যাহত হয় এবং তারা পিছু হটে। এই যুদ্ধে পাকসেনাদের ২৪/২৫ জন সৈন্য নিহত হয়।
চতুর্থ বেঙ্গলের ‘বি’ কোম্পানীর এক প্লাটুন যোদ্ধা একটি ট্রাক ও দু‘টি জীপ বোঝাই পাকসেনাদের চোদ্দগ্রামের বালুজুরি ভাঙ্গাপুলের কাছে আক্রমণ চালায়। কয়েক ঘন্টাব্যাপী প্রচন্ড যুদ্ধে পাকবাহিনীর ৩০ জন সৈন্য নিহত ও ৬ জন আহত হয়। মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারী ড. হেনরি কিসিঞ্জার উপ-প্রধান সামরিক আইন প্রশাসক ও পাকিস্তান সেনাবাহিনীর চীফ অব স্টাফ জেনারেল আব্দুল হামিদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন। মধ্যরাতে ড. কিসিঞ্জার গোপনে পিকিং (বেইজিং) যাত্রা করেন।
নেজামে ইসলামের যুগ্ম-সম্পাদক মওলানা আবদুল মতিন ও দলের পার্লামেন্টারি বোর্ডের সভাপতি সৈয়দ মঞ্জুরুল আহসান এক যুক্ত বিবৃতিতে প্রেসিডেন্ট ইয়াহিয়ার ভাষণকে স্বাগত জানিয়ে বলেন, বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কোনো রকম আপোষ হতে পারে না। পাকিস্তান স্থায়ী হবার জন্যই প্রতিষ্ঠা লাভ করেছে। তারা আশা প্রকাশ করেন, পাকিস্তানের অখন্ডতা রক্ষার জন্য যথাবিহিত ব্যবস্থা নেয়া হবে। তারা এ উদ্দেশে গৃহীত প্রেসিডেন্টের পদক্ষেপকে স্বাগত জানিয়ে তার প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ঢাকা জেলার ফুলপুর থানার বিভিন্ন ইউনিয়নের ৬৫০ জন রাজাকার ট্রেনিং শেষ করে। ট্রেনিং সমাপনী অনুষ্ঠানে ১৬০ জন দক্ষ রাজাকারের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার দেয়া হয়।