৭১ এর এই দিনে | mssangsad.com

৭১ এর এই দিনে

০৬ জুলাই ১৯৭১ এই দিনে

০৬.০৭.১৯৭১

 

 ভারতীয় সাংবাদিকসহ ২৫০ জনকে পাকিস্তানি জেলে আটকে রাখা হয়েছে

 

সাংবাদিকসহ ২৫০ জন ভারতীয়কে পাক জেলে আটক রাখা হয়েছে, তবে আদের দুই মাস ধরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি।  ফাইল ছবি

সাংবাদিকসহ ২৫০ জন ভারতীয়কে পাক জেলে আটক রাখা হয়েছে, তবে আদের দুই মাস ধরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ফাইল ছবি

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌম ক্ষমতা দৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশের মুক্তাঞ্চলের কোনো এক জায়গায় আয়োজিত দুই দিনের কনফারেন্সে মিলিত হন নির্বাচিত ৩৭৪ জন জনপ্রতিনিধি। ১৩৫ জন এমএনএ ২৩৯ জন এমপিএ এই দিন (৬ জুলাই, ১৯৭১) এই কনফারেন্সে উপস্থিত ছিলেন। ৭ জুলাই, ১৯৭১ কনফারেন্স সমাপ্ত হয়। 

বাংলাদেশের নির্বাচিত জনপ্রতিনিধিরা দৃঢ় সংকল্প ব্যক্ত করে শপথ গ্রহণ করেছেন যে, তারা পাকিস্তানী দখলদার বাহিনীর হাত থেকে বাংলাদেশের সীমানা মুক্ত করবেন এবং আওয়ামী লীগ ও এর নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনা অনুসরণ করবেন। তারা ইসলামাবাদের সঙ্গে কোনোরকমের রাজনৈতিক সমঝোতার ধারণা সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছেন। এ কনফারেন্সে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মন্ত্রীবর্গসহ উপস্থিত ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ এবং মুক্তিবাহিনীর কমান্ডার ইন চিফ কর্নেল এম এ জি ওসমানী।

এদিন দৈনিক যুগান্তরের রিপোর্টে বলা হয়, চারজনের যে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধি দল বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভের জন্য ভারত ও পাকিস্তান ঘুরে গিয়েছেন তাদের কোনো সাক্ষাৎকার বা বিবৃতি প্রকাশ বা বেতার প্রচার পাকিস্তান সরকার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। ঐ প্রতিনিধি দলের কার্যকলাপের ছবি তোলাও পাক সরকার নিষিদ্ধ করেছিল। সঙ্গে পাকিস্তান সরকার নতুন মিথ্যা কূটনৈতিক প্রচার শুরু করেছে।

পাক সরকার জাতিসংঘের সেক্রেটারি জেনারেল উথান্ট, শরণার্থী দফতরের হাইকমিশনার প্রিন্স সদরুদ্দীন ও কয়েকটি বিদেশী মিত্র রাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছে যে, ভারতীয় জেলে যেসব পাকিস্তানি রয়েছে তাদের প্রত্যাবর্তনে তারা যেন সাহায্য করেন। পাক বৈদেশিক দফতর থেকে অভিযোগ করা হয়েছে যে, পূর্ব পাকিস্তানে হাঙ্গামার জন্য চা-বাগান, ব্যাংক, বাণিজ্যিক সংস্থা ও সরকারী কিছু সংখ্যক কর্মচারী ভারতে চলে যেতে বাধ্য হয়েছে এবং ভারত সরকার নাকি তাদের গ্রেফতার করে জেলে পুরেছে।

এদিকে ভারত সরকার জানায় যে, পাকিস্তান সংবাদপত্র, রেডিও ও টেলিভিশনেও ভারতের বিরুদ্ধে এই মিথ্যা প্রচার চলছে।  বাংলাদেশ থেকে যেসব পশ্চিম পাকিস্তানি ভারতে আশ্রয় গ্রহণ করেছে তাদের সংবাদের জন্য পাকিস্তান সরকারের অনুরোধ ভারত সরকার ‘মানবতার ভিত্তিতে’ বিবেচনা করে দেখতে প্রস্তুত আছে। তবে পাকিস্তানের জেলে যে ২৫০ জনেরও বেশি ভারতীয় এখন কষ্টভোগ করছেন আন্তর্জাতিক আইন ও বিধি অনুযায়ী তাদের কথাও পাকিস্তানকে বিবেচনা করতে হবে। 

পাক জেলে আটক এই ভারতীয়দের অপরাধ কি, তারা কেমন এবং কোথায় আছেন সে সম্পর্কে পাকিস্তানের কাছে চিঠি লিখে ভারত কোনো জবাব পায়নি। বাংলাদেশের যেসব লোককে ভারতে আটক করে রাখা হয়েছে বলে পাকিস্তান মিথ্যা প্রচার চালাচ্ছে এবং যাদের নামের তালিকা পাক সরকার দিয়েছে তারা সংখ্যায় মাত্র ৩১ জন এবং সকলেই পশ্চিম পাকিস্তানি, তারা পূর্ববঙ্গের লোক বলে পাক সরকার যে দাবি করেছে তা মিথ্যা। 

জনৈক সরকারী মুখপাত্র বলেন যে, বাংলাদেশ থেকে ৭০ লাখ লোক ভারতে আশ্রয় গ্রহণ করেছেন কিন্তু তাদের জন্য পাক সরকারের কোনো মাথাব্যথা নেই। মাত্র ৩১ জন পশ্চিম পাকিস্তানির জন্যই পাক সরকার চিন্তিত। পাকিস্তানের জেলে আটক ভারতীয়দের মধ্যে সাংবাদিকরাও আছেন। ভারতীয় সীমান্ত এলাকা থেকে এপ্রিলের গোড়ার দিকে তাদের অপহরণ করা হয়। তাদের খবরাখবরের জন্য পাক সরকারের কাছে চিঠি লিখেও কোনো জবাব পাওয়া যায়নি।

৫ জুলাই অপারেশন শেষ করে মুক্তিযোদ্ধারা ঝিনাইগাতীর রাঙামাটি খাঠুয়াপাড়া গ্রামে দুটি দলে বিভক্ত হয়ে হাজী নঈমুদ্দিন ও হাজী শুকুর মামুদের বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে ৬ জুলাই সকালে কেউ কিছু বুঝে উঠার আগেই গ্রামে ঢোকার এক মাত্র কাঁচা সড়কে দুদিক থেকে ব্যারিকেড দেয় পাকিস্তানি বাহিনী ও রাজাকার, আলবদররা। মুক্তিযোদ্ধারা বিলের পানিতে ঝাঁপিয়ে পড়ে আত্মরক্ষার্থে গুলি করতে করতে পিছু হটে। এ সময় পাকহানাদারদের বেপরোয়া গুলিতে কোম্পানি কমান্ডার এন এম নাজমুল আহসান, তার চাচাত ভাই মোফাজ্জল হোসেন ও ভাতিজা আলী হোসেন শহিদ হন। বাকি মুক্তিযোদ্ধারা নিরাপদ আশ্রয়ের সন্ধান পেলেও, বর্বরোচিত হামলার শিকার হন রাঙামাটি খাঠুয়াপাড়া গ্রামের বাসিন্দারা। তাদের ৬০/৭০ জনকে কোমরে দড়ি বেঁধে নির্যাতন করা হয়। তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। অমানবিক নির্যাতনের পর লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয় ৬ গ্রামবাসীকে।

দাউদকান্দি থানার মাসিমপুর বাজারের আধমাইল পশ্চিমে জয়পুর গ্রামে গোমতীর শাখানদীর পাড়ে হাবিলদার গিয়াসের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদল দাউদকান্দি থেকে আগত পাকসেনাবাহী দুটি লঞ্চকে এ্যামবুশ করে। এতে উভয়পক্ষের মধ্যে তুমুল গোলা বিনিময় হয়। এই সংঘর্ষে ২০/২৫ জন পাকসেনা নিহত হয় এবং পাকবাহিনী পিছু হটে দাউদকান্দি ফিরে যায়।

কুমিল্লার পাকবাহিনীর এক ব্যাটালিয়ন সৈন্য মন্দভাগ বাজার থেকে শালদা নদী এনক্লেভ-এর দিকে অগ্রসর হলে ২নং সেক্টরের ‘এ’ ও ‘সি’ কোম্পানী যথাক্রমে মেজর সালেক এবং ক্যাপ্টেন গাফফরের নেতৃত্বে প্রচন্ড বাধা দেয়। এতে পাকসেনারা কামানের সাহায্যে মুক্তিযোদ্ধাদের অবস্থানের ওপর এবং পার্শ্ববর্তী গ্রামগুলোতে তীব্র গোলাবর্ষণ করে। এই গোলাবর্ষণে ১১ জন মুক্তিযোদ্ধা আহত হয়। এবং ৩২ জন বেসামরিক লোক হতাহত হয়। প্রচন্ড গোলাবিনিময়ের পর পাকসেনারা পিছু হটে মন্দভাগ বাজারে অবস্থান নিতে বাধ্য হয়।

কুমিল্লা-চাঁদপুর রাস্তায় হবিগঞ্জের নিকট রামচন্দ্রপুর ফেরীঘাটে পাকবাহিনীর একদল সৈন্যকে মুক্তিবাহিনীর একটি কোম্পানী আক্রমণ করে। প্রায় একঘন্টাব্যাপী সংঘর্ষে ৪ জন পাকসেনা নিহত হয়। পরে চাঁদপুর থেকে দু‘কোম্পানী সৈন্য পাকসেনাদের সাহায্য করতে এলে মুক্তিযোদ্ধাদের সঙ্গে তুমুল যুদ্ধ হয়। এই যুদ্ধে পাকসেনারা পুরো ছত্রভঙ্গ হয়ে যায় এবং ৩১ জন পাকসৈন্য নিহত ও ৫৪ জন আহত হয়। অপরদিকে দুইজন মুক্তিযোদ্ধা গুরুতরভাবে আহত হয়।

মুক্তিযোদ্ধারা সিলেটের দিরাই থানা আক্রমণ করে। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও একজন দালাল নিহত হয়। থানা থেকে মুক্তিযোদ্ধারা প্রচুর অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। প্রেসিডেন্ট ইয়াহিয়ার বিশেষ দূত হিসেবে পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো ইরান ও আফগানিস্তান সফরের প্রথম পর্যায়ে তেহরানের উদ্দেশ্যে করাচী ত্যাগ করেন।

পূর্বাঞ্চলীয় কমান্ডার লে. জেনারেল এ এ কে নিয়াজি সিলেট এলাকার সীমান্ত ঘাঁটিসমূহ পরিদর্শন করেন এবং জোয়ানদের মনোবল অটুট রাখার পরামর্শ দেন। সিলেটে শান্তি কমিটির নেতা মকবুল আলী চৌধুরী, শাহাবুদ্দিনসহ ৫ সদস্যের একটি দল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান নূরুল আমিনের সঙ্গে দেখা করে কর্মপদ্ধতি সম্পর্কে আলোচনা করেন।

শায়খ এ জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ শাখার প্রাক্তন সদস্য সচিব মওলানা আতাহার আলী, পাকিস্তানের অখন্ডতা রক্ষায় ‘মুজাহিদ বাহিনী’-তে সকল মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও পাকিস্তানের আদর্শে বিশ্বাসী ইসলাম প্রিয় যুবকদের যোগ দেয়া অবশ্য কর্তব্য বলে জানান।
পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক ডেপুটি স্পীকার এ টি এম আব্দুল মতিন ইয়াহিয়াকে সত্যিকার ‘গণতন্ত্রী’ আখ্যায়িত করে বলেন, পাকিস্তানের অখন্ডতা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রেসিডেন্টের আন্তরিকতায় তিনি মুগ্ধ হয়েছেন।

 

 

৬ জুলাই শেরপুর কাটাখালী গণহত্যা দিবস

 
 

 

কাটাখালী বিল (ছবি- শেরপুর প্রতিনিধি)কাটাখালী বিল (ছবি- শেরপুর প্রতিনিধি)

 

৬ জুলাই শেরপুরের কাটাখালী গণহত্যা দিবস। ১৯৭১ সালের এদিন পাকিস্তানি বাহিনী ঝিনাইগাতীর রাঙামাটি খাঠুয়াপাড়া গ্রামে নারকীয় হত্যাযজ্ঞ চালায়। এতে প্রাণ হারায় মুক্তিযোদ্ধাসহ বেশ কয়েক জন গ্রামবাসী। প্রতিবছর দিনটিকে ঘিরে থাকে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

উল্লেখ্য ১৯৭১ সালের ৫ জুলাই অপারেশন শেষ করে মুক্তিযোদ্ধারা রাঙামাটি খাঠুয়াপাড়া গ্রামে দুটি দলে বিভক্ত হয়ে হাজী নঈমুদ্দিন ও হাজী শুকুর মামুদের বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে ৬ জুলাই  সকালে কেউ কিছু বুঝে উঠার আগেই গ্রামে ঢুকার এক মাত্র কাঁচা সড়কে দুদিক থেকে ব্যারিকেড দেয় পাকিস্তানি বাহিনী ও রাজাকার, আলবদররা। মুক্তিযোদ্ধারা বিলের পানিতে ঝাঁপিয়ে পড়ে আত্মরক্ষার্থে গুলি করতে করতে পিছু হটে। এ সময় পাকহানাদারদের বেপরোয়া গুলিতে কোম্পানি কমান্ডার এন এম নাজমুল আহসান, তার চাচাত ভাই মোফাজ্জল হোসেন ও ভাতিজা আলী হোসেন শহীদ হন। বাকি মুক্তিযোদ্ধারা নিরাপদ আশ্রয়ের সন্ধান পেলেও, বর্বরোচিত হামলার শিকার হন রাঙামাটি খাঠুয়াপাড়া গ্রামের বাসিন্দারা। তাদের ৬০/৭০ জনকে কোমরে দড়ি বেঁধে নির্যাতন করা হয়। তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। অমানবিক নির্যাতনের পর লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয় ৬ গ্রামবাসীকে।