৭১ এর এই দিনে | mssangsad.com

৭১ এর এই দিনে

০২ জুন ১৯৭১ এই দিনে

* স্বাধীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ২ জুন মুজিবনগরে অল ইন্ডিয়া রেডিওকে একটি সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। জনগণ যেকোনো মূল্যে বাংলাদেশের স্বাধীন অস্তিত্বকে রক্ষা করবে। বাংলাদেশ সবার সঙ্গে, বিশেষ করে প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের নীতিতেও বিশ্বাসী।


* অন্যদিকে অসামরিক প্রশাসনের হাতে ক্ষমতা দেওয়া প্রসঙ্গে পাকিস্তানের সামরিক প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের বিবৃতির জবাবে এই দিন ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রধান মাওলানা আবদুল হামিদ খান ভাসানী বলেন, পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম শেষ পর্যন্ত চলবে। তিনি বাংলাদেশ ইস্যুর কোনো রকম রাজনৈতিক মীমাংসা বা বোঝাপড়ার সম্ভাবনা নাকচ করে দেন।


* মাওলানা ভাসানী বলেন, পূর্ব বাংলার জনগণের প্রধান লক্ষ্য পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হওয়া। এ জন্য তারা শেষ পর্যন্ত যুদ্ধ করবে। হয় বিজয়, নয় মৃত্যু। মাওলানা ভাসানী বাংলাদেশের মুক্তিসংগ্রাম পরিচালনা এবং পাকিস্তান কর্তৃপক্ষকে সব রকম সাহায্য বন্ধ ইত্যাদির জন্য একটি সর্বদলীয় কমিটি করার ওপর গুরুত্ব দেন। তিনি বাংলাদেশের জনগণকে পাকিস্তানের ভেদনীতির বিরুদ্ধে সতর্ক থাকতে বলেন।

 

* জাতিসংঘের একজন মুখপাত্র জানান, পূর্ব পাকিস্তানের শরণার্থীদের জন্য কানাডা দেড় কোটি ভারতীয় মুদ্রার সমমূল্যের খাদ্য ও ওষুধ সাহায্য দেবে। বিশ্ব খাদ্য কর্মসূচিও শরণার্থীদের জন্য অতিরিক্ত ২৫ লাখ ডলারের খাদ্য পাঠাবে।


* যুক্তরাষ্ট্রের সিনেটে সিনেটর এডওয়ার্ড কেনেডি বাংলাদেশি শরণার্থীদের অবিলম্বে সাহায্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের কাছে দাবি জানিয়ে বলেন, বাংলাদেশের যুদ্ধ এবং শরণার্থীদের অভাবের মধ্য দিয়ে এক মহাদুর্যোগ ঘনিয়ে আসছে। পৃথিবী আর কত দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি দেশ ধ্বংস হয়ে যাওয়ার দৃশ্য দেখবে?


* অ্যাকশন বাংলাদেশ এই দিন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে লন্ডনে একটি সভার আয়োজন করে। সভায় ভারতের সর্বোদয় নেতা জয়প্রকাশ নারায়ণ, বাংলাদেশ সরকারের বিশেষ দূত বিচারপতি আবু সাঈদ চৌধুরী এবং ব্রিটিশ পার্লামেন্টের তিন সদস্য জন স্টোনহাউস, পিটার শোর ও মাইকেল বার্নস বক্তব্য দেন।


* জয়প্রকাশ নারায়ণ বলেন, তিনি শান্তিবাদী হওয়া সত্ত্বেও ইয়াহিয়ার নিষ্ঠুর সেনাবাহিনীর বিরুদ্ধে বাঙালির সশস্ত্র যুদ্ধের নিন্দা করতে মোটেই সম্মত নন। যুদ্ধের জন্য ভারতের দ্রুত তৈরি হওয়া উচিত।


* সভায় মাইকেল বার্নস বলেন, পূর্ব বাংলার সাম্প্রতিক ট্র্যাজেডি পাকিস্তানের ঘরোয়া বিষয় নয়। বাঙালিদের রক্ষায় বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে।


* ভারতের রাজ্যসভার সদস্য ও এএসপি নেতা রাজনারায়ণ সরকার এখনো বাংলাদেশকে স্বীকৃতি না দেওয়ার প্রতিবাদে রাজ্যসভার অধিবেশন থেকে ওয়াকআউট করেন। এর আগে তিনি রাজ্যসভায় বলেন, বাংলাদেশের আইনসভার সদস্যরা অবিলম্বে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন জানানো সত্ত্বেও সরকার তাতে সাড়া দেয়নি।


* এই দিনে বাংলাদেশি শরণার্থীদের জন্য পাঞ্জাব রাজ্যের মন্ত্রিসভা ১৫ লাখ টাকা মঞ্জুর করে।


* পশ্চিমবঙ্গের নদীয়া জেলার জেলা শাসক সাংবাদিকদের জানান, সেখানকার শরণার্থীশিবিরগুলোতে কলেরায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। ৪ দিনে প্রায় ১ হাজার ৫০০ শরণার্থী কলেরায় মারা গেছে। আক্রান্ত দুই হাজার শরণার্থী হাসপাতালে ভর্তি আছে। নদীয়া জেলাকে অবিলম্বে মহামারিগ্রস্ত এলাকা হিসেবে ঘোষণা করে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসক পাঠাতে রাজ্য সরকারের কাছে তিনি আহ্বান জানান। তিনি আরও জানান, সৎকারের জন্যও লোকের অভাব রয়েছে।


* পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ ছুটিতে থাকা বা ছুটির মেয়াদ শেষ হয়ে যাওয়া অসামরিক কর্মচারীদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয়। তাতে বলা হয়, যাঁরা যোগ (১৫ দিনের মধ্যে) দেবেন না, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।


* পূর্ব পাকিস্তানের গভর্নর ও সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান এক সামরিক আদেশে বলেন, ঘোষিত তারিখের পর ১৫ দিনের মধ্যে শিক্ষকেরা কাজে যোগ না দিলে তাঁদের চাকরিচ্যুত এবং সামরিক আদালতে বিচার করা হবে।

 

পোপ ষষ্ঠ পল পূর্ব বাংলার মানুষকে একাত্ম হয়ে বলেন

পোপ ষষ্ঠ পল পূর্ব বাংলার মানুষকে একাত্ম হয়ে বলেন

বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ মুজিবনগরে অল ইন্ডিয়া রেডিওর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের জনগণ যে কোনো মূল্যে এর স্বাধীন অস্তিত্বকে রক্ষা করবে। বাংলাদেশ সবার সঙ্গে বিশেষ করে প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের নীতিতে বিশ্বাসী। তিনি আরো বলেন, আমরা বিশ্ববাসীকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, পাকিস্তানি কাঠামো থেকে আমাদের মাতৃভূমিকে পৃথক করার জন্য আমরা মুক্তিযুদ্ধ করছি। এই কাঠামোর অধীনে আপোষ করার কোনো অবকাশ নেই।

ন্যাশনাল আওয়ামী পার্টির প্রধান মওলানা আব্দুল হামিদ খান ভাসানী মুক্তাঞ্চলে স্থানীয় ও বিদেশি সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে বলেন, আমরা বাংলাদেশের ইস্যুর রাজনৈতিক মীমাংসার জন্য কোনো মধ্যস্থতা চাই না। হাজার হাজার নিরপরাধ ও নিরস্ত্র বাঙালির হত্যাকারীদের সঙ্গে রাজনৈতিক মীমাংসার কোনো প্রশ্ন উঠতে পারে না। আমাদের প্রধান লক্ষ্য, পৃথক জাতি হিসেবে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হওয়া। এজন্য আমরা শেষ পর্যন্ত যুদ্ধ করবো। হয় আমরা বিজয় অর্জন করবো নতুবা মৃত্যুবরণ করবো। মওলানা ভাসানী স্বাধীন বাংলাদেশ প্রশ্নে জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোট অনুষ্ঠানের জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানকে নির্দেশ দিতে জাতিসংঘ মহাসচিব উ থান্টের কাছে আবেদন জানান।

বিশ্বের প্রথম ধর্মীয় নেতা, পোপ ষষ্ঠ পল, যিনি এক বিবৃতিতে বাংলাদেশের জনগণের দুঃখ-দুর্দশায় উদ্বেগ প্রকাশ করেন এবং ভাগ্যহত মানুষের মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

বৃটিশ এমপি (শ্রমিক দল) মাইকেল বার্নস কলকাতায় বলেন, পূর্ব বাংলার সাম্প্রতিক ট্রাজেডি কখনোই পাকিস্তানের ঘরোয়া বিষয় হতে পারে না। বাঙালীদের রক্ষার্থে অবশ্যই বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে।

পাকবাহিনী শক্তি বৃদ্ধি করে পিরোজপুরের পেয়ারা বাগান এলাকা ঘেরাও করে। পাকসেনারা স্থানীয় লোকদের ধরে এনে পেয়ারা গাছ কাটার কাজে লাগায় এবং নিরীহ লোকদের ওপর অমানুষিক অত্যাচার ও হত্যাযজ্ঞ চালায়।