৭১ এর এই দিনে | mssangsad.com

৭১ এর এই দিনে

০৫ এপ্রিল ১৯৭১ এই দিনে

* যশোর ক্যান্টনমেন্টে অবরুদ্ধ পাকবাহিনীকে সাহায্য করার জন্য একদল সেনা নগরবাড়ি, পাবনা, কুষ্টিয়ার পথ ধরে যশোরের দিকে এগুতে থাকে। এ সময় বিশাখালীতে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ শুরু হলো।


* জনতা ঝিনাইদহ গাড়াগঞ্জ ব্রিজের মুখে বিশফুট প্রশস্ত ‌'বুবিট্রাপ' তৈরী করে। গভীর রাতে পাকসেনা কনভয়ের দশটি ট্রাক 'বুবিট্রাপে' হলো বিপর্যস্ত। মুক্তিবাহিনীর আক্রমণে প্রাণ হারাল ৮০ জন পাকসেনা।


* বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনে নিউজ উইক লিখল- উর্দু, বাংলা ও ইংরেজি- পাকিস্তানের তিন ভাষাতেই সাবলীল মুজিব নিজেকে নিয়ে মৌলিক চিন্তাবিদ হিসেবে ভান করতেন না।


* তিনি প্রকৌশলী নন, রাজনীতির কবি, তবে বাঙালিদের যেভাবেই হোক প্রযুক্তির চেয়ে শিল্পকলার প্রতি প্রবণতা বেশি, আর তাই তাঁর শৈলিই যথার্থ ছিল সেই অঞ্চলের সব শ্রেণি ও মতাদর্শকে একতাবদ্ধ করার জন্য।


* প্রচ্ছদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নিয়ে প্রকাশিত হলো নিউজ উইক। ছাপা হলো প্রচ্ছদ কাহিনী। শিরোনাম- পাকিস্তানে গৃহযুদ্ধ। প্রতিবেদনে লেখা হলো- ইয়াহিয়া খান আন্দোলন দমিয়ে সরকারের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য সেনাবহিনীকে নির্দেশ দিয়েছেন। অন্যদিকে শেখ মুজিব পূর্ব পাকিস্তানকে সার্বভৌম, স্বাধীন বাংলাদেশ বলে ঘোষণা করেছেন।


* মুলতানে পিপিপি কর্মীদের উদ্দেশে ভাষণদানকালে ভুট্টো বললেন- আওয়ামী লীগের ৬-দফা কর্মসূচি ছিল দেশকে দুই অংশে বিভক্ত করার ফর্মুলা।


* পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অজয় মুখোপধ্যায়ের নেতৃত্বে বাংলাদেশের সাহায্যে গঠিত হলো 'মুক্তি সংগ্রাম সহায়ক সমিতি'।